Wellcome to National Portal

🔹শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, গোপালগঞ্জ🔹 যোগাযোগের ঠিকানাঃ পৌর ভবন ৩য় (তৃতীয়) তলা, বঙ্গবন্ধু সড়ক, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ🔹 শ্রমিক হেল্পলাইন : ১৬৩৫৭ (টোল ফ্রি)🔹 ই-মেইল: dife.gopalgonj@gmail.com🔹 গুগল ম্যাপে অফিসের অবস্থান দেখতে এখানে ক্লিক করুন🔹 অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর  জেলাধীন কারখানা/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ জানাতে  কল করুন অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নাম্বারে🔹কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কল করুন ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইন নাম্বারে🔹 অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে🔹

Main Comtent Skiped

333 call center

নামঃ ৩৩৩

শর্ট কোডঃ  333 (যে কোন মোবাইল হতে)

৩। লং কোডঃ  09666789333 ( টেলিফোন ও বিদেশ হতে)

কল চার্জঃ    ৬০ পয়সা / মিনিট

অপারেশনঃ    ২৪X৭ এবং ১X৩৬৫

উদ্দেশ্যঃ

  • জাতীয় তথ্য বাতায়নের সকল ওয়েবসাইটের তথ্য প্রদান;
  • সকল সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতির তথ্য প্রদান;
  • বিভিন্ন জেলা ও উপজেলা সম্পর্কিত তথ্য প্রদান;
  • সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগের তথ্য প্রদান;
  • সামাজিক সমস্যা প্রতিকারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নিকট অভিযোগ দাখিল;